Skip to content
২০২০ সালের অক্টোবরে রাজবাড়ী জেলার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছিল সিনেমা ‘বীরত্ব’-এর শুটিং। রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী, গোয়ালন্দসহ বেশ কিছু মনোরম লোকেশনে শুটিং হয়ে শেষ হয় সিনেমাটি। সাইদুল ইসলাম রানার পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। তাঁর বিপরীতে রয়েছেন নবাগত নিশাত নাওয়ার সালওয়া। সম্প্রতি সিনেমাটি আনকাট ছাড়পত্র পায়। সিনেমায় আরও রয়েছেন ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, নিপুণ আক্তার, মিষ্টি জান্নাত, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বর্দা মিঠু, কচি খন্দকার, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়া প্রমুখ। পিংপং এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ করেছেন নির্মাতা নিজেই।